সীমাহীন ইন্টারনেট সেবা চালু করলো গ্রামীণফোন
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথম ইনফিনিটি ইন্টারনেট নিয়ে এলো গ্রামীণফোন। এই সেবার নাম দেয়া হয়েছে ‘লিমিটলেস ইন্টারনেট’। এটি হচ্ছে হাইস্পিড ও ম্যাক্স স্পিড ইন্টারনেটের সমন্বিত সেবা। মাত্র ৮৯৯ টাকয় ১০ এমবিপিএস গতিতে এবং ৯৯৮ টাকায় ১৫ এমবিপিএস ইন্টারনেট সেবা পাবেন গ্রাহক। মোবাইলের পাশাপাশি জিপিফই-তেও এই সেবা মিলেবে।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই উদ্ভাবনী সেবাটির ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই ইন্টারনেটের শক্তি ব্যবহার করে নিজের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকতার বদলে দিতে ফ্রিল্যান্সার তৃষ্ণা দেও, পূজা, দয়াল চন্দ্র বর্মণের গল্প তুলে ধরেন গ্রামীণফোন ব্যস্থাপনা পরিচালক ইয়াসির আজামান। জানালেন, ৪৪টি জেলার গ্রামে গঞ্জে ঘুরে আমি এমন অনেক সম্ভাবনাময় গল্পের সাক্ষী হয়েছি।
তিনি, বাংলাদেশ যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে সেটি তারুণ্যের শক্তির সম্ভাবনার বিজয়। কেননা, বাংলাদেশের শতকরা ৫৮ ভাগ মানুষের বয়স ২৬ বছরের নিচে। ইতিবাচক কাজের পরিবেশ সৃষ্টি করায় এই তরুণরাই প্রতিদিন তিন লাখ টাকা করে আয় করে। সুযোগ থাকলে দেশের ছয় লাখ ফ্রিল্যান্সার কেন ১০ গুণ হবে।
অনুষ্ঠানে নেটওয়ার্ক কাভারেজ, উদ্ভাবনী সেবা এবং ২৫ লাখ গ্রাহককে কীভাবে ইন্টারনেটের আলোয় আলোকিত করা হয়েছে তা তুলে ধরেন সিএমও সাজ্জাদ হাসিব। তিনি দাবি করেন, আমাদের মাইজিপি’র মাধ্যমে ৯৯ শতাংশ সেবা দেয়া হয়। ৯৫ শতাংশের সমস্যা সমাধান করা হয় দিনে দিনেই। এজন্য ২৭৮ জিপি সেন্টার থেকে প্রশিক্ষণ দেয়া হয়। ফেসবুক, অ্যাপ কিংবা কল পেলেই সাথে সাথে সমস্যার সমাধানে আমাদের প্রকৌশলীরা কাজ করেন। তারপরও আমরা পারফেক্ট নই। বেস্ট নই।







